Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'মোদি প্রতিদিন দুই বেলা ফেসিয়াল করে'

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ১২:২০ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ১২:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের লোকসভা নির্বাচন নিয়ে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে  দেশটির রাজনৈতিক অঙ্গন। দেশ দুইটির প্রধান দুই কংগ্রেস ও বিজেপি দলের নেতারা একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করছে।

তারই জের ধরে রবিবার ভারতের উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া এক জনসভায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন। তিনি বলেন, যে দেশের ৭০ শতাংশ মানুষ পেট ভরে খেতে পায় না। যে দেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নীচে বসবাস করে। সেই দেশের প্রধান মন্ত্রী দুই বেলা ফেসিয়াল করে। দিনে চারবার পোশাক পরিবর্তন করে। ১০ লক্ষ টাকা দামের স্যুট পরে, সেই স্যুট নিলামে বিক্রী করে।

তিনি আরো বলেন, সাড়ে চার বছর ধরে যে প্রধানমন্ত্রীর আসনে বসে আছে, ভারতের মত ঐতিহ্যশালী দেশের সেই অপদার্থ প্রধানমন্ত্রী মোদিবাবুর জন্য লজ্জায় আমাদের মাথা নুইয়ে আসে।

তবে জনসভায় মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দোলা। তিনি বলেছেন, 'আমাদের নেত্রী মমতা বন্দোপাধ্যায় যিনি সবসময় মানুষের পাশে থাকেন। তিনি বিমানে বিজনেস ক্লাসে চড়েন না, সাধারণ যাত্রীদের সঙ্গে যাতায়াত করেন। অতি সাধারণ জীবনযাপন করেন, তিনি সততার প্রতীক মমতা বন্দোপাধ্যায়।'

Bootstrap Image Preview