Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তুরস্কের অর্থনীতি ধ্বংস করে দেয়া হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ১০:৫২ AM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ১০:৫২ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিরিয়ায় তুর্কি বাহিনী কুর্দিশ যোদ্ধাদের ওপর হামলা চালালে তুরস্কের অর্থনীতি ধ্বংস করে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া থেকে অচিরেই সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র।

রোববার দুই দফা টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি এটাও চান না যে কুর্দি যোদ্ধারা তুর্কি সেনাদের ওপর হামলা চালাক।

সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে কুর্দিশ মিলিশিয়ার পক্ষে লড়াই করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অপরদিকে পিপলস প্রটেকশন ইউনিটসকে (ওয়াইপিজে) সন্ত্রাসবাদী বলে বিবেচনা করে তুরস্ক।

ওয়াইপিজেকে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের নিন্দা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ওই সংগঠনকে ধ্বংস করা হবে।

তবে সিরিয়া থেকে প্রত্যাহারের ঘটনায় ইরান, রাশিয়া এবং প্রেসিডেন্ট বাসার আল আসাদ সুবিধা পাবেন বলে মনে করেন সৌদি প্রিন্স তুর্কি আল ফয়সাল। তিনি সিরিয়া থেকে সেনা প্রত্যাহারকে নেতিবাচক হিসেবেই দেখছেন।

Bootstrap Image Preview