Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের মেয়েকে অপহরণের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ১০:২৮ AM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ১০:৩০ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কিছুদিন আগে একবার আক্রমণের শিকার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ওই সময় অফিসে ঢুকে তাকে লক্ষ্য করে মরিচের গুড়া ছোঁড়েন একজন।

এবার কেজরিওয়ালের মেয়েকে অপহরণের জন্য ইমেইলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। কেজরিওয়ালের অফিসিয়াল ইমেলেই এ হুমকি দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ জানুয়ারি এই ঘটনার পরই কেজরিওয়ালের মেয়ে হর্ষিতার নিরাপত্তার জন্য একজন বিশেষ ব্যক্তিগত নিরাপত্তা অফিসার নিযুক্ত করেছে পুলিশ। বাড়িতেও ২৪ ঘণ্টার জন্য পুলিশি পাহারা বসানো হয়। এ নিয়ে তদন্তও শুরু করেছে দিল্লি পুলিশের সাইবার সেল।

হুমকি দিয়ে পাঠনো ওই মেইলে বলা হয়েছে, ‘আপনার মেয়েকে অপহরণ করব। তাকে বাঁচাতে আপনি যা পারেন করুন!’ তবে ওই মেইলে কোনো প্রেরকের নাম ছিল না। যে আইডি থেকে ওই ইমেল পাঠানো হয়েছিল, তার সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। জানার চেষ্টা করা হচ্ছে মেইল আসা কম্পিউটারের আইপি অ্যাড্রেস। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি বলেই জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৪ সালে আইআইটি’র প্রবেশিকা পরীক্ষা পাস করে দিল্লি আইআইটি থেকে উত্তীর্ণ হন হর্ষিতা। বর্তমানে গুরুগ্রামের একটি বহুজাতিক সংস্থায় চাকরি করেন তিনি। সেখানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর এসছে।

Bootstrap Image Preview