Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের শপিং মলে বন্দুকধারীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০৯:৪৮ AM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০৯:৪৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের ওটাওয়া প্রদেশের সল্ট লেক সিটির একটি শপিং মলে আচমকা গুলি ছুঁড়তে শুরু করে এক ব্যক্তি। আর সেই ঘটনায় আহত হয়েছেন দুই ব্যক্তি।

স্থানীয় সময় সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে মুরারি এলাকায়। জায়গাটি সল্ট লেক সিটির দক্ষিণে অবস্থিত একটি ব্যস্ত এলাকা। রবিবার ছুটির দিন হওয়ায় সেখানে অন্য দিনের তুলনায় একটু বেশি ভিড় ছিল।

জানা গেছে, সেই ভিড়ের রেশ বজায় ছিল শপিং মলের ভিতরেও। জানুয়ারি মাসের শুরুর দিক হওয়ায় বছরের অন্য সময়ের থেকে ভিড়টা তুলনামূলক ছিল বেশি। সেই সময়েই আচমকা এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে এক বন্দুকধারী। ওই ঘটনায় এখনও পর্যন্ত দুই ব্যক্তি জখম হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। শেষ পাওয়া খবর অনুসারে এখনও আটক করা যায়নি ওই হামলাকারী বন্দুকধারীকে। অন্যদিকে, এই ঘটনায় তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে সমগ্র শপিং মল জুড়ে। সেই সুযোগে হামলাকারীর পালিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে সিসিটিভি ফুটেজর উপরে কড়া নজর রাখা হচ্ছে।

Bootstrap Image Preview