Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিটাগং ভাইকিংসের দুর্দান্ত জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ১০:২৪ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview


ঠান্ডা মাথায় একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছে চিটাগং ভাইকিংস।  নিজেদের চতুর্থ ম্যাচে কুমিল্লা ভেক্টোরিয়ান্সকে ৪ উইকেটে হারালো মুশফিকরা।
প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে থিসারা পেরেরার  ২৬ বলে ৭৪ রানের ঝড়ো  ব্যাটিংয়ে ১৮৪ রান করে কুমিল্লা।

কুমিল্লার দেওয়া বড় রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করে চিটাগং। আহমেদ শেহজাদ ও ডেলপোর্টের ৫৮ রানের জুটিটা ছিলো দুর্দান্ত। এই দুই ব্যাটসম্যান বিদায়ের পর একটু চাপে পড়ে ভাইকিংস। কিন্তু ক্যাপ্টেন মুশফিকের আগুন ঝরা ৭৫ রানের ব্যাটিংয়ে জয়ের জয়ের লক্ষে পৌঁছিয়ে যায় চিটাগং। চলতি বিপিএলে এটি তাদের তৃতীয় জয়।

চিটাগং ভাইকিংসের সংক্ষিপ্ত স্কোরঃ১৮৬/৬
 মুশফিকুর রহিম , মোহাম্মদ শেজাদ(৪৬), ক্যামেরন ডেলপর্ট(১৩), ইয়াসির আলী(৪), জাদরান(১৩) , মোসাদ্দেক(১২), মুশফিক(৭৫),ফ্রাইলিংক(৯)* , নাঈম(১)*।

উইকেট নিয়েছেনঃ মেহেদী(১),সাইফউদ্দিন(১), আফ্রিদি(১),পেরেরা(১)।
কুমিল্লা ভেক্টোরিয়ান্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১৮৪/৫ 

তামিম(০), লুইস(৩৮), বিজয়(১০),ইমরুল(২৪), ডাওসন(২), আফ্রিদি(২), পেরেরা(৭৪)* ও সাইফুদ্দিন(২৫)।
উইকেট নিয়েছেনঃ খালিদ(৩), রাহী(১),ফ্রাইলিংক(১)।
চিটাগং ভাইকিংসঃমুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ শেজাদ, ক্যামেরন ডেলপর্ট, ইয়াসির আলী , জাদরান, মোসাদ্দেক হোসেন, রবার্ট ফ্রিলিংক,সানজামুল ইসলাম, আবু জায়েদ ও খালেদ আহমেদ।

কুমিল্লা ভেক্টোরিয়ান্সঃ স্টিভ স্মিথ (অধিনায়ক), এনামুল হক বিজয়, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি,মোহাম্মদ শহীদ,মোশারফ হোসেন,মেহেদী হাসান,ইভেন লুইস, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা।

Bootstrap Image Preview