Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিন গ্রেডে মজুরি বৃদ্ধি পাবে পোশাক শ্রমিকদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০৬:১৪ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০৬:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই পোশাকখাতে যৌক্তিক হারে তিন গ্রেডের মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পোশক শ্রমিকদের চলমান বিক্ষোভে পোশাকখাতে যৌক্তিক হারে তিন গ্রেডের মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান নতুন মজুরি ঘোষণা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্টদের ঐক্যমতের ভিত্তিতে শ্রমিকদের স্বার্থে ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডে মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মজুরি সমন্বয় হলে প্রতিটি গ্রেডেই যৌক্তিক হারে মজুরি বৃদ্ধি পাবে।

এর আগে গেল বছর মালিক-শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে পোশাক খাতে সর্বনিম্ন ৮ হাজার টাকা মজুরি চূড়ান্তের সিদ্ধান্ত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ২০১৯ সালের জানুয়ারি থেকে এ মজুরি কার্যকর হওয়ার কথা ছিল। আর এ মজুরি কার্যকর নিয়ে শ্রমিকরা আন্দোলন করে।

এদিকে দেশের বিভিন্ন স্থানে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ এখনো চলছে। বিক্ষোভের জেরে রবিবার সকালে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুরের অন্তত ৫০টি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।

পুলিশের সঙ্গে শ্রমিকদের সংষর্ষে আহত হয়েছেন ১০ জন। নতুন মজুরি কাঠামো অনুযায়ী প্রতিশ্রুত মজুরি না দেয়া এবং মজুরি কাঠামো পরিবর্তনের দাবিতে চলছে এ বিক্ষোভ।

গত একসপ্তাহ ধরে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকার শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। এদিকে, আজ বিজিএমইএ জানিয়েছে, আগামীকাল-সোমবার থেকে কোনো তৈরি পোশাক কারখানার শ্রমিক কাজ না করলে শ্রমআইন অনুযায়ী ওই কারখানা বন্ধ থাকবে। এই বন্ধের সময় শ্রমিকরা মজুরি পাবেন না।

Bootstrap Image Preview