Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের অগ্রযাত্রাকে টেনে ধরার চেষ্টা করছে একটি পক্ষ: তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০২:১৮ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০২:২৮ PM

bdmorning Image Preview


আজকে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন একটি পক্ষ দেশের অগ্রযাত্রাকে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমি ড. কামাল হোসেন সাহেবকে ধন্যবাদ জানাই, যে তিনি গতকাল তার ভুল স্বীকার করেছেন। জামায়াতকে যদি বিএনপি পরিত্যাগ না করে তাহলে ড. কামাল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলেও আশা প্রকাশ করেন ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, কামাল হোসেন সাহেবের এ স্বীকারোক্তিতে এটাই প্রমাণিত হয়, তারা যে রাজনীতিতে পদে পদে ভুল করছেন সেটি তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন। তারা জামায়াতকে সঙ্গে নিয়ে যে নির্বাচন করেছেন- এ ভুলটি স্বীকার করে করেছেন। এটির মাধ্যমে ড. কামাল হোসেন সাহেবসহ যারা জাতীয় ঐক্যফ্রন্ট করেছেন, তারা যে রাজনীতির ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে পদে পদে ভুল করেছেন সেটি তারা স্বীকার করে নিয়েছেন।

নারীদের শিক্ষার বিষয়ে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শফী যে মন্তব্য দিয়েছেন- সেই ব্যাপারে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, হেফাজতে ইসলামের আমীরের যে বক্তব্য সেই বক্তব্য হেফাজতে ইসলামের পক্ষ থেকে বিবৃতি দিয়ে অস্বীকার করা হয়েছে। তারা বলেছেন, এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি। সুতরাং তারা যেহেতু অস্বীকার করেছেন তাই সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই।

ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনাদের আতঙ্ক যাতে না থাকে সেই লক্ষ্যে আপনাদের পরামর্শ নিয়ে কাজ করব।

মন্ত্রিসভা গঠনের পর সচিবালয়ে তথ্যমন্ত্রীর প্রথম এ সভায় তথ্য সচিব আবদুল মালেক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview