Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফ্রান্সে বেকারিতে শক্তিশালী বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৬:১৫ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৬:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রে অবস্থিত বেকারিতে শক্তিশালী বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। দেশটির অগ্নি-নির্বাপন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

প্যারিসের নবম অ্যারনডিসেমেন্ট এলাকার রু দে ট্রিভাইসে একটি বেকারিতে গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, বিস্ফোরণের কারণে ভবনের নিচে পার্কিং করে রাখা গাড়ি ও আশ-পাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময় শনিবার সকাল ৯টার দিকের এই বিস্ফোরণ গ্যাস সংযোগ লিকেজ থেকে হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। এমারজেন্সি সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে সহজে পৌঁছাতে সহায়তা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে ওই এলাকা এড়িয়ে চলতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী ক্রিস্টোফি ক্যাস্টানার বলেছেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।

Bootstrap Image Preview