Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় বিশ্বযুদ্ধে আশ্রয়দাতা ইরানের বিরুদ্ধে সম্মেলনে পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৫:৪৪ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৫:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তেহরানকে চাপে রাখতে আগামী মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সম্মলনের আয়োজনের ঘোষণা দেয়ার পর পোল্যান্ডকে ধুয়ে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের আশ্রয়দাতা দেশ ইরান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের হামলার পর পোল্যান্ডের এক লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছিল তেহরান।

দুঃসময়ের সেই স্মৃতির কথা মনে করিয়ে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, পোলিশ সরকার নিজেদের লজ্জা ধুয়ে ফেলতে পারবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইরান তাদের বাঁচিয়েছিল। আর এখন তারা ইরানবিরোধী সারকাসের আয়োজন করতে যাচ্ছে।

১৯৯৬ সালে মিসরের শারম আল শেখে ইরানবিরোধী সম্মেলনের একটি ছবি টুইটারে পোস্ট করেন জাভেদ জারিফ। এতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ইসরাইলি প্রধানমন্ত্রী শিমন পেরেস ও মিসরীয় নেতা হোসনি মোবারক রয়েছেন।

ইসরাইলে কয়েক দফা আত্মঘাতি বোমা হামলার পর ওই সম্মেলন আয়োজন করা হয়েছিল। ইসরাইলের দাবি, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ওই আত্মঘাতি হামলা চালিয়েছিল।

সেসব কথা স্মরণ করিয়ে জারিফ বলেন, ওই সম্মেলনের আয়োজক ও অংশগ্রহণকারীদের কথা একটু স্মরণ করুন। তারা হয় মারা গেছেন, অপমানিত হয়েছেন কিংবা কোণঠাসা হয়ে পড়েছেন।

Bootstrap Image Preview