Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাজেদা চৌধুরীকে পুনরায় উপনেতা হিসাবে চায় ফরিদপুরবাসী 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০২:৩০ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০২:৩০ PM

bdmorning Image Preview


বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, ফরিদপুর- ২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপিকে আবারো সংসদ উপনেতা হিসাবে দেখতে চায় ফরিদপুরবাসী।

ফরিদপুর- ২ আসনের সালথা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, নগরকান্দা-সালথার উন্নয়নের রুপকার সৈয়দা সাজেদা চৌধুরীকে পুনরায় সংসদ উপনেতা হিসাবে দেখতে চায় সর্বস্তরের জনগণ।

সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী বলেন, সৈয়দা সাজেদা চৌধুরী সালথা-নগরকান্দায় ব্যাপক উন্নয়ন করেছে । তাছারা আওয়ামী লীগের রাজনীতিতে তার ভূমিকা অপরিসীম তাই আমাদের প্রাণের দাবি মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার কাছে সাজেদা চৌধুরীকে পুনরায় সংসদ উপনেতা করা হোক।

সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে যিনি হাল ধরেছিলেন সেই কিংবদন্তী নেত্রী সাজেদা চৌধুরীকে আমরা পুনরায় সংসদ উপনেতা পদে দেখতে চাই।

সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান বলেন, ফরিদপুর- ২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী সালথা-নগরকান্দা আওয়ামী লীগকে সবসময় ঐক্যবদ্ধ করে রেখেছেন। জাতীয় রাজনীতিতে তার ভূমিকা প্রসংশনীয় তাই আমরা ফরিদপুরবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানাই সৈয়দা সাজেদা চৌধুরীকে পুনরায় সংসদ উপনেতা করা হোক।

এব্যাপারে সাজেদা চৌধুরীর কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবার লাবু চৌধুরী বলেন, আমার মা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরেছেন। বঙ্গবন্ধুর পরিবারের সাথে কখনো বেঈমানি করেনি। তাই মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা সাজেদা চৌধুরীর ব্যাপারে যে সিদ্ধান্ত নিবে অবশ্যই সেটি সঠিক সিদ্ধান্ত হবে বলে আমি বিশ্বাস করি।

Bootstrap Image Preview