Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাশোগি হত্যায় অভিযুক্ত কাহতানির সলাপরামর্শে চলছেন যুবরাজ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০২:২৪ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০২:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সাংবাদিক জামাল খাশোগি হত্যায় অভিযুক্ত সৌদ আল কাহতানির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহম্মদ বিন সালমান।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যাকাণ্ডে মূলহোতা হিসেবে দায়ী করা হয় কাহতানিকে।

ওয়াশিংটন পোস্ট অজ্ঞাত মার্কিন নাগরিকের সূত্রের বরাতে এক প্রতিবেদন জানিয়েছে, কাহতানির কাছ থেকে নিয়মিত পরামর্শ নিচ্ছেন পশ্চিমা দেশগুলোতে এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান।

প্রতিবেদনটি তৈরি করেছেন পোস্টের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি ডেভিড ইগন্যাটিয়াস। ওই অজ্ঞাত মার্কিন নাগরিকরা তাকে বলেছেন, তারা সম্প্রতি মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন। এমবিএস তাদের বলেছেন, কাহতানির কাছে প্রচুর নথি ও দলিল রয়েছে।

সূত্র জানিয়েছে, কাহতানির সঙ্গে এমবিএসের কোনো মৌলিক বিচ্ছেদ অবাস্তবিক। রাজকীয় আদালত ঘনিষ্ঠ এক সৌদি নাগরিক এ ঘটনার সত্যতা নিয়ে সায় দিয়েছেন।

গত ১৫ নভেম্বর কাহতানিকে নিয়ে সর্বশেষ আনুষ্ঠানিক সরকারি মন্তব্য পাওয়া যায়। তখন কৌঁসুলিরা বলেন, তাকে তদন্তের আওতায় রাখা হয়েছে। এমনকি তিনি সৌদি আরবও ছাড়তে পারবেন না।

খাশোগি হত্যাকাণ্ডের পর রাজকীয় আদালতের উপদেষ্টার পদ থেকে কাহতানিকে সরিয়ে দেয়া হয়। কিন্তু পর্দার আড়ালে তার প্রভাব নিয়ে এক ধরনের প্রশ্ন রয়ে গেছে।

Bootstrap Image Preview