Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কমলগঞ্জ পাইওনিয়ার এডুকেশন ট্রাস্ট্রের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ১০:২৬ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ১০:২৬ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাইওনিয়ার এডুকেশন ট্রাস্ট্রের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় পতনউষার উচ্চ বিদ্যালয় ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হয়। 

স্থানীয় পাইওনিয়ার এডুকেশন ট্রাস্টের আয়োজনে ৬ষ্ট থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা হয়। এতে উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। 

পরীক্ষা চলাকালীন সময়ে পতনঊষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, সমাজসেবক অলি আহমদ খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনোয়ার খান প্রমুখ পরিদর্শন করেন।  

পাইওনিয়ার এডুকেশন ট্রাস্টের সভাপতি আবু রাজা আলী সুন্নাহ ও সম্পাদক মো. মিসবাহ উদ্দীন জানান, চতুর্থ বছরের ন্যায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাদের মধ্য থেকে উত্তীর্ণ প্রতি শ্রেণিতে ৩ জন করে মোট ১৫ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হবে।   

Bootstrap Image Preview