Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেওছড়া চা বাগানে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

রাজকুমার সেন, কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৯:২৬ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৯:২৬ PM

bdmorning Image Preview


মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দেওছড়া চা বাগানে ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় মুনিবজিত রবি দাস (৬০) নামক এক চা শ্রমিক নিহত হয়। আহত হয়েছেন দু'পক্ষের ১০ জন।

আজ শুক্রবার সকাল ১০টায় দেওছড়া চা বাগানে মাঠের পাশে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।

দেওছড়া চা বাগানের শ্রমিক ও পুলিশ জানায়, রাজমিস্ত্রীর কাজ ও টাকা নিয়ে বৃহস্পতিবার রাতে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে মুনিবজিত রবিদাস তার ভাই চন্দন রবিদাসের নেতৃত্বে এবং গরিবা রবিদাসও তুলসী রবিদাসসহ অন্যানরা দু'পক্ষ সংঘর্ষ বাঁধে। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন।

এ সময় গুরুতর আহত মুনিবজিত রবিদাসকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন আবস্থায় দুপুরে মারা যান। আহত অন্যদেরকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৌলভীবাজার সদরে ভর্তি করা হয়।

এ ঘটনায় দেওছড়া চা বাগান পরিস্থিতি আরও উত্তপ্ত হলে এএসপি সাকেল আশফাকুজ্জামান, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ওশমসেরনগর ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।

দেওয়ছড়া চা শ্রমিক নেতারা বলেন, এসব ঘটনা মাদকাসক্তির কারণে।

শমসেরনগর ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উভয় পক্ষের ৩ জনকে আটক করা হয়ছে।নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্ররেণ করা হয়েছে। ময়নাতদন্তের পর নিহতের পক্ষে মামলা করা হবে। পরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview