Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংরক্ষিত নারী আসনে চারজন পেলেন জাপার মনোনয়ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ১০:৫০ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ১০:৫০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সংরক্ষিত নারী আসনের আইনের ভিত্তিতে একাদশ জাতীয় সংসদে জাপা সংরক্ষিত নারী আসন পেয়েছে সর্ব সাকুল্য চারটি। আর এই চার আসনে চারজনকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। সাবেক রাষ্ট্রপতি জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ বুধবার ওই মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।

সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির মনোনীত চারজন হলেন পারভীন ওসমান (নারায়ণগঞ্জ), শাহীনা আক্তার (কুড়িগ্রাম), নাজমা আখতার (ফেনী), মনিকা আলম (ঝিনাইদহ)।

এরশাদের উপ–প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যেই মনোনয়নসংক্রান্ত চিঠি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার বরাবর পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২২ আসনে জয় পায় এইচ এম এরশাদের জাতীয় পার্টি।

Bootstrap Image Preview