Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রতিদান দিয়ে যাবো'

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৮:৫৮ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৮:৫৮ PM

bdmorning Image Preview


'একজন জনপ্রতিনিধির কাছে জনগণের ভালবাসার মূূল্যটাই সবচেয়ে বড়। আমার প্রতি গাজীপুর-৩ আসনের মানুষ যে আস্থা রেখেছে তার খেয়ানত আমি করব না। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রতিদান দিয়ে যাবো ইনশাআল্লাহ।'

সংসদ সদস্য হিসেবে শপথ পাঠের সাত দিনের মাথায় উন্নয়ন পরিকল্পনার ছক আঁকতে মাঠ পর্যায়ে পরিদর্শন করতে গিয়ে অনির্ধারিত এক জনসভায় কথাগুলো বলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

বৃহষ্পতিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় গোসিঙ্গা বাজারের শীতলক্ষ্যা নদীর তীরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

তিনি বলেন, কাপাসিয়ার মানুষের সাথে গোসিঙ্গা তথা শ্রীপুরবাসীর বন্ধন তৈরী করতে শীতলক্ষ্যা নদীর ওপর একটি সেতু নির্মাণ জরুরী। শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের স্বপ্ন বাস্তবায়ন ও এলাকাবাসীর চাহিদা এটি নির্মাণের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। এমনি করে শ্রীপুরবাসীকে সাথে নিয়ে উন্নয়নের পরিকল্পনা ও বাস্তবায়ন কাজ তিনি এগিয়ে নিতে চান।

তার সফরসঙ্গী স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম খান বলেন, সেতু নির্মাণে সাইট পরিদর্শনের জন্য তারা সংসদ সদস্যের সাথে এসেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, সরকারী কাজ বাস্তবায়নে সরকারি কর্মকর্তাগণ সর্বদা তৎপর। মানুষেল চাহিদাকে গুরুত্ব দিয়ে এসব কাজে সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, অতীতে যারা ভূমি দখল, মাদক বিক্রি ও নানা অপরাধেল সাথে জড়িত ছিলেন তারা সুপথে ফিরে আসুন। যারা এসব কাজে নিজেকে যুক্ত রাখবে তাদরেকে চিহ্নিত করে পুলিশ প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়েছেন।

মুক্তিযুদ্ধের সংগঠক নূর মোহাম্মদ ফকিরের সভাপতিত্বে ও মো. শাহীনের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. শামসুল আলম প্রধান, মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ ফকির, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর হিমু, শ্রীপুর পৌর আওয়ামী লীগ নেতা নূরে আলম মোল্লা, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েল প্রমুখ।

Bootstrap Image Preview