Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুবির সাংবাদিকতা বিভাগে আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা শুরু

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৮:৩৮ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৮:৩৮ PM

bdmorning Image Preview


'যুক্তির আলোয় রাঙিয়ে ভুবন, মুক্ত করো তোমার প্রাণ' এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শুরু হয়েছে প্রথম আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা।

আজ ১০ জানুয়ারি (বৃহস্পতিবার) এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সার্বিক সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।  প্রথমবারের মত আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ বেলাল হোসাইন, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া, প্রভাষক কাজী আনিছ ও মাহমুদুল হাসান রাহাত।

এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আদনান কবির, সহ-সভাপতি বিথী আক্তার ও যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান।

উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় প্রধান মোঃ বেলাল হোসাইন বলেন, বিতর্ক যারা করে তারা যুক্তি দিয়ে ভাবে। আমি খুবই আনন্দ বিভাগে এমন একটি আয়োজন করতে পেরে। আমি চাই শিক্ষার্থীরা যৌক্তিক ভাবনা ধারণ করুক।

বিভাগের চারটি ব্যাচের মোট ১৮টি টিমের মধ্যে এই বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হবে।  ইতোমধ্যে টিমগুলো বিভিন্ন দেশি-বিদেশি মিডিয়াগুলোর নামে তাদের টিমের নামকরণ করেছে। আগামী রবিবার আমাদের সময় টিমের মুখোমুখি হবে টিম বাংলা ট্রিবিউন।

Bootstrap Image Preview