Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কমলগঞ্জে বিনামূল্যে কম্পিউটার বিতরণ

রাজকুমার সেন, কমলগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৮:৩৬ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৮:৩৬ PM

bdmorning Image Preview


মৌলভীবাজার জেলার কমলগঞ্জে বিনামূল্য কম্পিউটার, সনদপত্র বিতরণ ও বিদায় সংর্বধনা দেওয়া হয়েছে প্রশিক্ষণার্থীদের।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ইউনিক কম্পিউটার ট্রেনিং এন্ড আইটি ভানুগাছ বাজারে এগুলো বিতরণ করা হয়।

জেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা, সনদপত্র ও কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে ইউনিক কম্পিউটার ট্রেনিং এন্ড আইটি এর চেয়ারম্যান সুমন দেববর্মার সভাপতিত্বে এবং সাংবাদিক অনুজ কান্তি দাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রফিকুর রহমান।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মৌসুমী পাল চৌধুরী, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, কমলগঞ্জ মডেল সরকরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশ এর অর্থায়নে ১২ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বিনামূল্যে একটি করে কম্পিউটার বিতরণ ও 'ইউনিক কম্পিউটার ট্রেনিং এন্ড আইটি' সেন্টার এর জুলাই-ডিসেম্বর ও অক্টোবর-ডিসেম্বর ২০১৮ সেশনের প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা ও সনদপত্র প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview