Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমিরাতে গালি দিলেই কারাদণ্ড!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৪:৩০ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৪:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সংযুক্ত আরব আমিরাতে কাউকে গালি দিলেই শাস্তি হবে অর্থদণ্ড অথবা কারাদণ্ড। গত দুই মাসে দেশটিতে অন্তত তিন ব্যক্তি গালি দেয়ার কারণে কারাভোগ করেছেন। পরে তারা জরিমানা দিয়ে মুক্ত হয়েছেন।

গত অক্টোবরে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বান্ধবীকে ‘হাবলা’ বলায় তার নামে মামলা হয়। আর এ কারণে জরিমানা গুনতে হয় ২০ হাজার দিরহাম।

তা ছাড়া চলতি মাসের শুরুতে শারজায় একটি ফুটবল ম্যাচ চলাকালীন এক ব্যক্তি তার সহকর্মীকে ‘নগণ্য’ বলায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আমিরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কারও কাছে আপত্তিকর কিছু পাঠালে সেটিকে আইনত সাইবার ক্রাইম হিসেবে বিবেচনা করা হয়।

এই আইনে অভিযুক্তরা আড়াই থেকে ১০ লাখ দিরহামের সাজা অথবা কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।

Bootstrap Image Preview