Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরের টাইমস্ ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন আক্তারুল ইসলাম

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৩:০৮ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৩:০৮ PM

bdmorning Image Preview


ফরিদপুরের স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান টাইমস্ ইউনিভার্সিটি বাংলাদেশ এর নতুন উপাচার্য হিসেবে প্রফেসর ড. এ.এইচ.এম আক্তারুল ইসলাম যোগদান করেছেন।

বৃহস্পতিবার (১০ জানুয়ারী) সকালে জেলা শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত ক্যাম্পাসে তাঁকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নতুন উপাচার্যকে বরণ করে নেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এক পরিপত্রে জনানো হয়, টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড ট্রাস্টিজের প্রস্তাবের প্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন- ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য পদে প্রফেসর ড. এ.এইচ.এম আক্তারুল ইসলামকে যোগদানের তারিখ হতে ৪ বছরের জন্য নিয়োগ প্রদানে মহামান্য রাষ্টপ্রতি ও চ্যান্সেলর সম্মতি প্রদান করেছেন।

এদিকে সকালে প্রফেসর ড. এ.এইচ.এম আক্তারুল ইসলাম তাঁর দায়িত্বভার গ্রহণ করে এক মতবিনিময় সভার আয়োজন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এবিএম সাত্তার, প্রক্টর প্রফেসর এএইচএম ইসহাক মিয়া, রেজিষ্টার প্রফেসর আলাউদ্দিন মোল্লা, ডেপুটি রেজিষ্টার আব্দুর রাকিব নাঈমসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তাঁরা কেকে কেটে নতুন ভিসি'র শুভেচ্ছা নিবেদন করেন।

প্রফেসর ড. এ.এইচ.এম আক্তারুল ইসলাম কর্মজীবনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সভাপতি, শেখ হাসিনা হলের সাবেক প্রক্টর ও প্রভোস্ট, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল'র সাবেক প্রভোস্ট, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সাবেক যুগ্ম-মহাসচিব, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ভাইস প্রেসিডেন্ট ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও ঝিনাইদহ জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

তিনি শিক্ষা জীবনে ইংরেজী সাহিত্যে অনার্স, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রী লাভ করেছেন।
 

Bootstrap Image Preview