Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাবিতে গভীর রাতে মারামারি, আহত ৩

প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ১০:২৬ AM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ১০:২৬ AM

bdmorning Image Preview


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গভীর রাতে মারামারিতে এক ছাত্রীসহ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭তম আবর্তনের ৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ জানুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৪৭তম আবর্তনের কয়েকজন শিক্ষার্থী তাদের এক বন্ধুর জন্মদিন পালন শেষে বটতলার এক দোকানে খাওয়া দাওয়া করছিল। এ সময় পাশের টেবিল থেকে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সোহান ও তার বন্ধুরা তাদের উদ্দেশ্য করে বাজে মন্তব্য করতে থাকে।

কিন্তু তারা কোনো উত্তর না দিয়ে বেরিয়ে আসে। পরবর্তী সময়ে সোহান ও তার বন্ধুরা তাদের অনুসরণ করতে থাকে এবং বটতলার মওলানা ভাসানী হল পুকুরের পাশে আসলেই অতর্কিত হামলা করে। এ হামলায় গুরুতর আহত হন তিনজন শিক্ষার্থী। পরবর্তী সময়ে তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ফিরোজ উল হাসান বলেন, ‘আহতদেরকে মধ্যে একটা মেয়ে বেশি আহত হয়েছে, আমরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। একটা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

Bootstrap Image Preview