Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চীনে স্কুলে হামলায় ২০ শিক্ষার্থী আহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৬:০৯ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৬:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চীনের রাজধানী বেইজিংয়ের একটি স্কুলে হামলার ঘটনায় ২০ শিক্ষার্থী আহত হয়েছে। চীনা কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাত এক ব্যক্তি ওই হামলা চালিয়েছে। বেইজিংয়ের শিচেং জেলার তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় বেলা ১১টায় ওই হামলার ঘটনা ঘটেছে

হামলায় তিন শিশু গুরুতর আহত হয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল। এই হামলার জন্য সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে কি কারণে তিনি ওই হামলা চালিয়েছেন তা এখনও পরিস্কার নয়।

গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি হাতুড়ি নিয়ে বেইজিং নং-১ অ্যাফলিয়েটেড এলিমেন্টারি স্কুল অব ঝুয়ানউ নর্মাল স্কুলে হামলা চালিয়েছে।

শিচেং জেলার তরফ থেকে জানানো হয়েছে, অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে পূর্ণ তদন্তে তারা এক সঙ্গে কাজ করবে। সহিংস অপরাধের ঘটনা চীনে খুবই বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে স্কুল শিক্ষার্থীদের ওপর বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে।

Bootstrap Image Preview