Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাতকে শীতার্তদের পাশে দাড়ালো 'তাজ উল্লাহ ট্রাস্ট'

হাসান আহমদ, ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ১০:২১ AM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ১০:২১ AM

bdmorning Image Preview


ছাতকে মরহুম হাজি তাজ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ জানুয়ারি) বিকেলে দক্ষিণ ছাতক যুব উন্নয়ন সমিতির সহযোগিতায় উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারস্থ ট্রাস্টের কার্যালয় থেকে কাশিপুর ও চিকনিকান্দি গ্রামের হতদরিদ্রদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

যুব উন্নয়ন সমিতির সভাপতি ও ট্রাস্টের পরিচালক (উপজেলার শ্রেষ্ট যুব সংগঠক) ফখরুল হোসেনের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিংচাপইড় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ছাতক উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের সিএস মোহাম্মদ আসাদ উল্যাহ, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপ-আঞ্চলিক ব্যবস্থাপক মো. মমিনুর ইসলাম, প্রিন্সিপাল আলী হোসেন মানিক, শামছুল ইসলাম, যুব উন্নয়ন সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মানবাধিকার কর্মী উজ্জিবক সুজন তালুকদার, সদস্য ছামির আহমদ, আল আমিন আহমদ আকাশ প্রমুখ।

এ ব্যাপারে ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আজমল হোসেন জানান, মানবসেবার ব্রত নিয়ে গঠিত মরহুম হাজি তাজ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে আর্তমানবতার সেবায় মানুষের পাশে দাড়িয়েছে। অন্যান্য বছরের ন্যায় এবারও দুই গ্রামের কিছু সংখ্যক হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে তিনি জানান। 

 

Bootstrap Image Preview