Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে মধ্যম সারির নেতারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৭:৩৮ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৭:৩৮ PM

bdmorning Image Preview


রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেছেন দলটির মধ্যম সারির নেতারা। সোমবার বিকেল সাড়ে ৫টায় এ বৈঠক শুরু হয় বলে বিএনপির কার্যালয় সূত্র জানিয়েছে।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের কেউ নেই, তবে ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব এবং সম্পাদকীয় মন্ডলীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

বৈঠকে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, বেগম সেলিমা রহমান, এম মোরশেদ খান, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত রয়েছেন।

এর আগে গত শুক্রবার(৪ জানুয়ারি) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতা।

প্রায় সোয়া ১ ঘণ্টার বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় বিএনপির নেতারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। সাংবাদিকরা বৈঠকের বিষয়ে জানতে চাইলেও তারা কোনো উত্তর দেননি।

তবে বিএনপির একটি সূত্র জানিয়েছে, একাদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন মির্জা ফখরুল। সারা দেশে ধানের শীষের প্রার্থীরা অভিযোগের পক্ষে যেসব ‘তথ্য-প্রমাণ’ দিয়েছেন, সেগুলোও মার্কিন রাষ্ট্রদূতের সামনে তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, নবনির্বাচিত এমপিদের মধ্যে ২৮৮ জন বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে শপথ নিলেও ভোটের ফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানানো ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীরা শপথ নেননি। সারা দেশের বিএনপির প্রার্থীদের ঢাকায় ডেকে তাদের কাছ থেকে অনিয়মের পক্ষে ‘তথ্য-প্রমাণ’ সংগ্রহ করে নির্বাচন কমিশনে গিয়ে স্মারকলিপি দিয়েছে দলটি।

Bootstrap Image Preview