Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে ১৭ বিদেশি শিক্ষার্থীর ভর্তির অনুমোদন

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৩:৫২ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৩:৫২ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-২০১৯ সেশনে ভর্তির জন্য অনুমোদন পেয়েছে ১৭জন বিদেশি শিক্ষার্থী। তাদের আবেদনের প্রেক্ষিতে ভর্তির অনুমোদন প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তির শেষ তারিখ এ মাসের ১৫ জানুয়ারি পর্যন্ত।

সোমবার (৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এম এ বারী এ তথ্য জনান। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ বারী বলেন, এ পর্যন্ত ১৭ জন বিদেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন। তাদের সবাইকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভর্তির জন্য অনুমোদন প্রদান করা হয়। তাদের মধ্যে নেপালের ১৩ জন এবং সোমালিয়ার ৪জন সহ মোট ১৭ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী ভর্তি হননি। 

বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ক্রপসায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ৪ জন, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগে ৬ জন, ফার্মেসি বিভাগে ২ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনি কইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ৩ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগে ১ জন ও ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে ১ জনের ভর্তিরঅনুমোদন রয়েছে।

এর আগে রাবিতে ২০১৪-১৫ সেশনে ২ জন, ২০১৫-১৬ সেশনে ৩ জন, ২০১৬-১৭ সেশনে ১৪ জন এবং ২০১৭-১৮ সেশনে ১৪ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হন।  


 

Bootstrap Image Preview