Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঐক্যফ্রন্টের কোন বিজয়ী প্রার্থী শপথ নিচ্ছেন না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৬:৫১ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৬:৫৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের কোন বিজয়ী প্রার্থী এমপি হিসেবে শপথ নিচ্ছেন না বলে জানিয়েছেন এই জোটের সদস্য সচিব ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

এক সংবাদ সন্মেলনে তিনি বলেন, ‘গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্যদের বিষয়ে দেওয়া ড. কামাল হোসেনের বক্তব্য কতিপয় মিডিয়ায় ভুলভাবে এসেছে। এর সংশোধনীর জন্য ইতোমধ্যে গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠানো হয়েছে।’ গণফোরামের দুজন শপথ নেবে এমন বক্তব্য ড. কামাল হোসেন দেননি বলেও উল্লেখ করেন মন্টু। রবিবার (৬ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্টু এসব কথা বলেন।

গণফোরামের দুজন শপথ নেওয়ার ব্যাপারে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেবো- ড. কামাল হোসেনের এই বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে মন্টু বলেন, ‘ইতিবাচকতা মানে এই নয় যে শপথ নেবে।’ মন্টু বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণ প্রশ্নে জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে বিন্দুমাত্র অনৈক্য নেই। বরং গত ৩০ ডিসেম্বর প্রহসনের পর জনগণের ভোটের অধিকার এবং অন্যান্য গণতান্ত্রিক অধিকার আদায়ে জাতীয় ঐক্যফ্রন্ট আগের চেয়ে আরও বেশি উদ্বুদ্ধ আছে এবং থাকবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঐক্যফ্রন্টের ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রমুখ।

প্রসঙ্গত, গতকাল থেকে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হচ্ছিলো যে ঐক্যফ্রন্টের শরীক দল ও ড.কামালের গণফোরাম থেকে নির্বাচিত দুই প্রার্থী এবারের সংসদে শপথ নেবে এমন কথা শোনা যাচ্ছিলো। এ নিয়ে বিএনপি আর ঐক্যফ্রন্ট দ্বন্দ্ব হচ্ছে এমনও গুঞ্জন উঠেছিলো। এই সব বিষয় মাথায় রেখে উদ্বুদ্ধ পরিস্থিতি পরিষ্কার করতে এই সংবাদ সন্মেলন ডাকা হয়েছে ঐক্যফ্রণ্টের পক্ষ্য থেকে।

Bootstrap Image Preview