Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্মিথদের সাথে পারলো না ওয়ার্নাররা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৪:০৯ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৪:০৯ PM

bdmorning Image Preview


চলতি বিপিএলের দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভেক্টোরিয়ান্স। প্রথমে টসে হেরে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করে সিলেট সিক্সার্স। 

১২৮ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে সিক্সার্স বোলারদের সামনে শুরুটা খারাপ করলেও পরে শহীদ আফ্রিদির ব্যাটিংয়ে  ৪ উইকেটের জয় পায় কুমিল্লা ভেক্টোরিয়ান্স। চলতি বিপিএলে এটি তাদের প্রথম জয়।

কুমিল্লা ভেক্টোরিয়ান্সের স্কোর.৬/১৩০
স্টিভ স্মিথ (অধিনায়ক)(১৬), এনামুল হক বিজয়(৫), তামিম ইকবাল(৩৫), ইমরুল কায়েস(০), মোহাম্মদ সাইফউদ্দিন(৫)*, ইভেন লুইস(৫), শহীদ আফ্রিদি(৩৯)*, শোয়েব মালিক(১৩)।
উইকেট নিয়েছেনঃ আল -আমিন হোসেন(২), মোহাম্মদ ইরফান(১),সন্দীপ(২)। 

সিলেট সিক্সার্স স্কোরঃ ৮/১২৭
ডেভিট ওয়ার্নার (অধিনায়ক)(১৪), মোহাম্মদ ইরফান*,নিকোলাস পোরান(৪১), সন্দীপ(১), অলোক কাপালী(১৯),লিটন দাস(৫),সাব্বির রহমান(৭), আল-আমিন হোসেন(১),তাসকিন আহমেদ(৪) , আফিফ হোসাইন(১৯),তাওহিদ  হৃদয়(৮)
উইকেট নিয়েছেনঃ মেহেদী (২), শহীদ(২), সাইফউদ্দিন(২),আফ্রিদি(১)।

কুমিল্লা ভেক্টোরিয়ান্সঃ স্টিভ স্মিথ (অধিনায়ক), এনামুল হক বিজয়, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি,মোহাম্মদ শহীদ,মোশারফ হোসেন,মেহেদী হাসান,ইভেন লুইস, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক।

সিলেট সিক্সার্সঃ ডেভিট ওয়ার্নার (অধিনায়ক), মোহাম্মদ ইরফান,নিকোলাস পোরান, সন্দীপ, অলোক কাপালী,লিটন দাস,সাব্বির রহমান, আল-আমিন হোসেন,তাসকিন আহমেদ , আফিফ হোসাইন,তৌহিদ হৃদয়।

Bootstrap Image Preview