Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জরিপে হেরে গেলেন ট্রাম্প!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০২:৪৯ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০২:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মার্কিন যুক্তরাষ্ট্রের গেলুপ ভোট নামে একটি জরিপ চালানো হয়। এই জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির চেয়ে বেশি অপছন্দের।

এর মাধ্যমে কংগ্রেসের নিম্নকক্ষের একজন স্পিকারের কাছে হেরে গেলেন ট্রাম্প।

চলতি সপ্তাহে অনুষ্ঠিত এ জরিপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির গ্রহণযোগ্যতা ও অগ্রহণযোগ্যতা যাচাই করা হয়।

এই ভোটে দেখা গেছে, ন্যান্সি পেলোসির জনপ্রিয়তার পক্ষে পড়েছে ৩৮ শতাংশ ও তাকে অপছন্দের পক্ষে পড়েছে ৪৮ শতাংশ ভোট।

অন্যদিকে ট্রাম্পের জনপ্রিয়তার পক্ষে পড়েছে ৪০ শতাংশ ও তাকে অপছন্দের পক্ষে পড়েছে ৫৮ শতাংশ ভোট।

এ জরিপ থেকে বোঝা যায়, বর্তমান সময়ের মার্কিন সরকার জনগণের পছন্দের নয়। আর এর মাধ্যমেই প্রমাণিত হয়েছে, ট্রাম্প হচ্ছেন ন্যান্সি পেলোসির চেয়ে বেশি অপছন্দের।

গত বছর মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয়ীরা শপথ নেয়ায় কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন ডেমোক্র্যাটরা।

এতে স্পিকার হিসেবে দ্বিতীয়বারের মতো মনোনীত করা হয়েছে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত প্রবীণ রাজনীতিবিদ ন্যান্সি পেলোসিকে।

Bootstrap Image Preview