Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হারের অপেক্ষায় প্রহর গুনছে পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০২:৩৭ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০২:৩৭ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টেস্টেও হারের মুখে পাকিস্তান। আজ রবিবার টেস্টের চতুর্থ দিন কেপ টাউনে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ৪১ রান। সিরিজে ১-০ ব্যবধঅনে এগিয়ে আসে আফ্রিকা। 

শনিবার ইনিংস হারের লজ্জা এড়াতে দ্বিতীয় ইনিংসে তাদের দরকার ছিল ২৫৫ রান। ২২১ রানের মধ্যে ৭ উইকেট হারানোর পর সেই শঙ্কাও পেয়ে বসেছিল সরফরাজের দলকে। তবে  শান মাসুদ, আসাদ শফিকের উপর বাবর আজমের লড়াকু হাফসেঞ্চুরিতে ভর করে সেই লজ্জা থেকে রক্ষ্যা পায়। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ ২৯৪ রানে। আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ৪১ রানের লক্ষ্য দেয়।

শনিবার দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেন আসাদ শফিক। এছাড়া বাবর আজম ৭২ ও শান মাসুদের ব্যাট থেকে আসে ৬১ রান। ডেল স্টেইন (৪-৮৫) ও কাগিসো রাবাডার (৪-৬১) দাপটে। অলিভার ও ফিলিন্ডার নেন ১টি করে উইকেট।

তার আগে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তোলে ৪৩১। প্রথম ইনিংসে ১০৩ রানে করে ফ্যাফ ডু-প্লেসিস। এছাড়া ওপেনার মাকাররাম ৭৮, বাবুমা ৭৫ ও ডি কক ৫৯ রানের ইনিংস খেলেছিলেন। 

Bootstrap Image Preview