Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লস অ্যাঞ্জেলেসে ‘বোলিং হাউজে’ গুলিতে নিহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০১:৫৯ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০১:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি ‘বোলিং হাউজে’ গোলাগুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার ভোররাতের দিকে লস অ্যাঞ্জেলেস উপকণ্ঠে টরেন্সের ‘গ্যাবল হাউজ বোল’ এই ঘটনা ঘটে। উক্ত ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

টরেন্স পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, ‘গোলাগুলির শব্দ পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। গুলিতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছিল। দুইজনকে আমরা হাসপাতালে পাঠিয়েছি, বাকি দুইজন নিজেরাই চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন।’

এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ধরতে তদন্ত চলছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়। ঘটনার সময় সেখানে থাকা অন্য গ্রাহকরা জানান, গোলাগুলির আগে কয়েকজন মারামারি করছিল।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, জন্মদিনের একটি অনুষ্ঠানে বোলিং হাউসে উপস্থিত লোকজন সমবেত হয়েছিল। তারা ৯টি গুলির শব্দ শুনতে পায়। গুলির শব্দে অনেকেই বিভিন্ন জায়গায় লুকিয়ে যান। গুলির ঘটনার আগে সেখানে একটি মারামারি হয়েছিল। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে দুইজন বন্দুকধারী ছিল।

Bootstrap Image Preview