Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে একটি সমস্যায় ভুগছে  সাতটি দল !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৩:১৯ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৩:২০ PM

bdmorning Image Preview


সাতট দল নিয়ে শুরু হয়েছে বিপিএলের ষষ্ঠ আসর।জমজমাট এই আসরের শুরু থেকেই একটি সমস্যায় ভুগছে সাতটি দল। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সাথে একটি একাডেমির মাঠ রয়েছে। এই একটি মাঠেই অংশগ্রহনকারী সাতটি দল প্রতিদিন অনুশীলন করছেন।যার জন্য প্রতিটি দলকেই পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

আজ দুপুর দুইটায় সিলেট সিক্সার্সের অনুশীলন করার কথা ছিলো  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) -এর মাঠে কিন্তু মাঠের আউট ফিল্ড খারাপ থাকায় সেখান থেকে ফিরে আবার মিরপুরের একাডেমির মাঠে অনুশীলন করতে এসেছে ওয়ার্নাররা।

বুয়েটের মাঠে অনুশীলন করার কথা থাকলেও কেন অনুশীলন না করে মিরপুরের একাডেমির মাঠে অনুশীলন করছেন এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে সিলেট সিক্সার্সের পক্ষ থেকে বিডিমর্নিংকে জানানো হয়েছে, বুয়েটের মাঠের আউট ফিল্ডের অবস্থা খুব খারাপ থাকায় সেখা অনুশীলন করা সম্ভব হয়নি। তাই একাডেমির মাঠে অনুশীলন করছি।'

কিন্তু একই সময়ে একাডেমির মাথে অনুশীলন করার কথা আছে খুলনা টাইটান্সের খেলোয়াড়দের। এই ভাবেই বিপিএলের শুরু থেকে অংশগ্রহনকারী দল গুলো এই একটি মাঠে কোন রকমে নিজেদের অনুশীলন করছেন। ঢাকার ভিতরে আশে পাশে বেশ কিছু একাডেমির মাঠ থাকলেও সেই গুলোর ঠিক মত সুযোগ সুবিধা না থাকায় দল গুলো অনুশীলন করতে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। তাই বাধ্য হয়ে এই একটি মাঠেই ভাগে যোগে অনুশীলন করছেন। 
 

Bootstrap Image Preview