Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'মানুষের মাঝে বেঁচে থাকতে চাই আজীবন'

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ১২:৫০ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ১২:৫০ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বিপুল ভোটে বিজয়ী হন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এ আসনে এটি তার হ্যাট্রিক জয়। আর ইতিমধ্যে এ হ্যাট্রিক জয়ে স্থানীয় নেতা-কর্মী ও গণমানুষের অকৃত্রিম ভালবাসায় সিক্ত হচ্ছেন। স্থানীয় উন্নয়ন ধারা অব্যাহত থাকবে এবং নেত্রীকে পুনরায় কাছে পেয়ে নেতাকর্মীরাও আনন্দিত। এবার তাদের বিশ্বাস প্রতিমন্ত্রী নয় পূর্ণ মন্ত্রীই হবে তাদের প্রাণের নেত্রী মেহের আফরোজ চুমকি এমপি। 

প্রতিমন্ত্রী চুমকি ২০০৮ ও ১০১৪ সালে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। দুইবারই তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি গাজীপুর ও নরসিংদী সংরক্ষিত নারী আসনের মহিলা সংসদ সদস্য ছিলেন। তার নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীরা হয়ে উঠেছেলেন আত্মবিশ্বাসী। বিগত ১০ বছরের তিনি স্থানীয়ভাবে কল-কারখানা, শিক্ষা-প্রতিষ্ঠান, কর্মসংস্থান, বিদ্যুৎ, রাস্তা-ঘাটসহ অনেক উন্নয়ন করেছেন। এক সময়ের ঝিমিয়ে পড়া কালীগঞ্জে তিনি কর্মচাঞ্চল্যে ফিরিয়ে এনেছেন। তাই স্থানীয়রা মনে করেন সাধারণের অসাধারণ হয়ে উঠার গল্পটা বুঝি এমনই হয়।

উপজেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল ইসলাম সেলিম জানান, এ আসনে প্রতিমন্ত্রী চুমকি সরকারের অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। যার পুরস্কার হিসেবে স্থানীয় ভোটাররা নেত্রীকে বিজয় উপহার দিয়েছেন। 

শনিবার (০৫ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় প্রতিমন্ত্রী চুমকি তার নির্বাচনী আসনের দেওপাড়া এলাকার বাড়ী থেকে নিজ গাড়ীতে করে ঢাকায় ফিরছিলেন। এ সময় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের বাঘারপাড়া নামকস্থানে চালককে গাড়ীর গতিরোধ করতে বলেন। পরে তিনি সড়কের পাশে এক নারী চা দোকানীর দোকানে বসে চা পান করেন। এ সময় প্রতিমন্ত্রীর সাথে স্বামী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমার, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোমেসন পরাশসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিগত ১০ বছরে স্থানীয় মানুষের সুখ-দুঃখে যেমন পাশে ছিলেন, ইনশাআল্লাহ জীবনের বাকী দিনগুলোতেও পাশে থাকতে চান। তাদের মাঝে বেঁচে থাকতে চাই আজীবন। 

Bootstrap Image Preview