Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সোয়া ১ ঘণ্টার বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতকে যা যা জানাল বিএনপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:৩৩ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:৩৩ PM

bdmorning Image Preview


ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ তিন নেতা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলো দলটি।

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ বৈঠক শেষ হয় বেলা সোয়া ১১টায়।

সোয়া ১ ঘণ্টার বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে দুপক্ষের কেউ কোনো কিছুই জানায়নি। এমনকি বৈঠক থেকে বেরিয়ে বিএনপির প্রতিনিধিদল সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হয়নি।

বিএনপির প্রতিনিধিদলে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিদেশের কোনো কূটনৈতিক প্রতিনিধির সঙ্গে বিএনপির এটিই প্রথম বৈঠক।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, বৈঠকে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের চিত্র মার্কিন রাষ্ট্রদূতের কাছে তুলে ধরে বিএনপি। ভোটের আগের রাতে কি হয়েছিল, ভোটের দিনের পরিবেশ, নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী ছিল তার কিছু দালিলিক প্রমাণও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে দেয়া হয়। এ সময় গণমাধ্যমের ওপর কী ধরনের চাপ ছিল তা-ও রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

ওই নেতা আরও জানান, রাষ্ট্রদূত বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, তারা সব কিছুই অবগত। এ কারণে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত নতুন সরকারকে ওয়েলকাম জানায়নি। এ নিয়ে রাষ্ট্রদূত শিগগিরই ওয়াশিংটনে যাবেন। সেখানে মার্কিন সরকারের কাছে বিস্তারিত তুলে ধরা হবে।

প্রসঙ্গত, একাদশ নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। মহাজোট ২৮৮ আসনে জয় পেয়েছে। অন্যদিকে সারা দেশে মাত্র সাতটি আসন পেয়েছে বিএনপির নেতৃত্বাধীন জোট। তবে নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন ধানের শীষের প্রার্থীরা। এ অভিযোগে তারা শপথও নেননি।

Bootstrap Image Preview