Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে ব্যাপকহারে বিনিয়োগ করার আহ্বান এরদোগানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:০৭ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানে ব্যাপকহারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি ব্যবসায়ীদের প্রতি এ আহ্বান জানান এরদোগান।

এরদোগান বলেন, তুরস্ক নিজেদের ব্যবসায়ীদের পাকিস্তানে বিনিয়োগ করতে উৎসাহিত করবে।

এ সময় ইমরান খান বলেন, তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সংবাদ সম্মেলনে আফগানিস্তানের সংকট নিয়েও কথা বলেন মুসলিম বিশ্বের এ দুই নেতা। সংবাদ সম্মেলনে এরদোগান ঘোষণা করেন- শীঘ্রই আফগানিস্তান ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় একটি সম্মেলন আয়োজন করবে তুরস্ক। কাশ্মীর ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতের সঙ্গেও আলোচনার বিষয়েও কথা হয় ওই বৈঠকে।

ইমরান খান বলেন, পাকিস্তানের সঙ্গে তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উচ্চতা এখন যে কোনো সময়ের চেয়ে বেশি। তিনি তুর্কি ব্যবসায়ীদের পাকিস্তানে নানা সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমাদের দেশের মানুষকে আমি দারিদ্রমুক্ত করতে চাই।

সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্ক ও পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ পাকিস্তান।

Bootstrap Image Preview