Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেই ধর্ষিতাকে দেখতে সুবর্ণচর যাচ্ছেন ফখরুলসহ বিএনপি’র শীর্ষ নেতারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ০৫:৫৫ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সদ্য সমাপ্ত একাদশ সংসদ নির্বাচনের ‍দিন (৩০) রাতে নোয়াখালীর সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীকে দেখতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রেীয় নেতারা।

আগামীকাল শনিবার (৫ জানুয়ারি) সকাল সাতটায় গুলশান থেকে বিএনপি নেতারা নোয়াখালীর উদ্দেশে ঢাকা ছাড়বেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে গণমাধ্যমগুলোয় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতারা নোয়াখালীতে যাচ্ছেন। সেখানে চিকিৎসাধীন নির্যাতনের শিকার ওই নারীকে দেখে স্থানীয় বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন নেতারা।

বিএনপির সূত্র জানিয়েছে, মির্জা ফখরুলের সঙ্গে আ স ম রব ও মাহমুদুর রহমান মান্নারও নোয়াখালী যাওয়ার সম্ভাবনা আছে।

উল্লেখ্য, ভোটের পরের দিন নোয়াখালীর সুবর্ণচরের ঐ মহিলা একটি রাজনৈতীক দলের ক্যাডারদের মাধ্যমে সংঘবদ্ধ ধর্ষোণের শিকার হন। ধর্ষণের সাথে জরিত মুলহোতাসহ মোট সাতজন এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন।

Bootstrap Image Preview