Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাপানে ক্ষেপণাস্ত্র মহড়া চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ০৩:২৫ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ০৩:২৫ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


চীনের ক্রমবর্ধমান হুমকি ঠেকাতে এবার যুক্তরাষ্ট্র জাপানে ক্ষেপণাস্ত্র মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, মার্কিন সামরিক বাহিনী এ বছর জাপানের ওকিনাওয়া দ্বীপে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র মহড়া চালাবে।

চীনের ক্রমবর্ধমান আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র এই মহড়া চালাবে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

চীনা রণতরীগুলো প্রায়ই ওকিনাওয়া দ্বীপের আশপাশের জলসীমায় টহল দেয়। জাপানে মোতায়েন মার্কিন সৈন্যদের অধিকাংশই এই দ্বীপে অবস্থান করছে।

মার্কিন সেনাবাহিনী জাপানের কৌশলগত গুরুত্বপূর্ণ ওকিনাওয়া দ্বীপে দেশটিতে প্রথমবারের মতো এ ধরনের মহড়ায় ভূমি থেকে জাহাজে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার কথা মিত্র দেশটিকে জানিয়েছে।

এ মহড়ায় ভ্রাম্যমান রকেট লাঞ্চার ব্যবহার করা হবে। একে চীনের সম্ভাব্য ভূমি থেকে সমুদ্রে ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Bootstrap Image Preview