Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চীনে ১৩ কানাডীয় গ্রেফতার

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ১১:৫১ AM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ১১:৫১ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


কানাডার ভ্যাংকুভারে যুক্তরাষ্ট্রের অনুরোধে গত মাসে হুয়াই টেকনোলজির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়াংজুকে গ্রেফতার করা হয়েছিল। এর পর চীনে এ পর্যন্ত ১৩ কানাডীয় গ্রেফতার হয়েছেন।

এক বিবৃতিতে কানাডীয় সরকার জানিয়েছে, আটক ১৩ জনের ভেতর অন্তত আটজনকে ছেড়ে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ এখনও প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবারের বিবৃতির আগে চীনে তিন কানাডীয় নাগরিকের আটকের খবর প্রকাশ করা হয়েছিল। ১ ডিসেম্বর মেংকে গ্রেফতারের পর চীন-কানাডার কূটনৈতিক উত্তেজনা ক্রমে বাড়ছে।

বিভিন্ন সময় কানাডীয় সরকার বলেছে, হুয়াইয়ের প্রতিষ্ঠানের মেয়ে মেংয়ের গ্রেফতারের সঙ্গে কানাডীয় নাগরিকদের আটকের মধ্যে কোনো সংযোগ নেই।

কিন্তু বেইজিংভিত্তিক পশ্চিমা কূটনীতিক ও কানাডার সাবেক রাষ্ট্রদূতরা বলছেন, এ আটকের মধ্য দিয়ে কানাডার ইটের পরিবর্তে পাটকেল নিক্ষেপ করছে চীন।

গত ১১ ডিসেম্বর থেকে ১০ মিলিয়ন কানাডীয় ডলারে জামিনে রয়েছেন মেং। যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াই করে যাওয়া মেং বর্তমানে ভ্যাংকুভারের একটি বিলাসবহুল বাড়িতে অবস্থান করছেন।

৪৬ বছর বয়সী এই নির্বাহীকে পায়ের গোড়ালিতে একটি পর্যবেক্ষণ যন্ত্র পরে থাকতে হচ্ছে। এ ছাড়া রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিজ বাড়িতে অবস্থান করতে হচ্ছে তাকে।

বিবৃতিতে কানাডা জানিয়েছে, চীনে ১৩ আটক কানাডীয়ের মধ্যে মাইকেল কভরিগ, মাইকেল স্প্যাভর ও সারাহ ম্যাকিভার রয়েছেন।

তবে ম্যাকিভারকে ছেড়ে দেয়া হলে বর্তমানে তিনি কানাডায় ফেরত এসেছেন। আর কভরিগ ও স্প্যাভার কারাগারে আটক রয়েছেন। গত মধ্য ডিসেম্বরে কানাডার কনস্যুলার কর্মকর্তারা তাদের একবার দেখে এসেছিলেন।

বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে চীনে ২০০ কানাডীয় আটক রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। সেই হিসাব ধরলে যুক্তরাষ্ট্রে ৯০০ কানাডীয় একই অবস্থায় রয়েছে।

Bootstrap Image Preview