Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদিকে নিয়ে ঠাট্টায় ট্রাম্প, চলছে সমালোচনা

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ১১:৪২ AM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ১১:৪২ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে উপহাস করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রকাশ্যে কোনো টুইট বার্তায় নয় বরং ক্যাবিনেট মিটিং চলাকালীন মোদিকে নিয়ে ঠাট্টা করেন ট্রাম্প।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের প্রথম ক্যাবিনেট মিটিং চলাকালীন মোদিকে নিয়ে উপহাস করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন, তার সঙ্গে সাক্ষাতে আফগানিস্তানে একটি লাইব্রেরি তৈরির বিষয়ে কথা বলেছেন নরেন্দ্র মোদি। তাদের ওই আলোচনা পাঁচ ঘণ্টা দীর্ঘস্থায়ী হয় বলে তিনি আরও জানান।

এরপর মোদির উদ্দেশে ট্রাম্প বলেন, ‘উনি (মোদি) কী চাইছিলেন যে আমি বলি, ওই লাইব্রেরি তৈরির জন্য অনেক ধন্যবাদ। আমি তো জানিই না যে ওখানে কে বই পড়বে!’ এ সময় তিনি মোদিকে কটাক্ষ করে আরও বলেন, ‘আমি সুবিধা গ্রহণ করা পছন্দ করি না।’

যদিও এটা এখনো স্পষ্ট নয়, কোন প্রকল্পের কথা ট্রাম্প বলেছেন। তবে ২০০১ সাল থেকে ভারতের তরফ থেকে বরাবর সাহায্য করা হচ্ছে আফগানিস্তানকে। বিশেষ করে জোর দেওয়া হয়েছে আফগানদের শিক্ষার প্রসারে।

২০১৫ সালে উদ্বোধন করা হয়েছিল আফগানিস্তানের সংসদ ভবনের। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি। তখন আফগানদের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষায় সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

Bootstrap Image Preview