Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে কারখানায় বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:৫৭ AM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:৫৭ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ভারতে একটি কারখানায় সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

এনডিটিভির খবরে বলা হয়েছে, পশ্চিম দিল্লির মতিনগরে বৃহস্পতিবার একটি কারখানায় এলপিজি সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণ ঘটে। এতে কারখানার অনেকাংশ ধসে পড়ে। এছাড়া এতে একজন পাঁচ বয়সী শিশু সহ ৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ওই বিস্ফোরণে আটকা পড়া ৮ জনকে উদ্ধার করা হয়েছে। কারখানাটি মতিনগরের সুদর্শন পার্কে অবস্থিত। এটি সিলিং ফ্যান রঙ করার কাজে ব্যবহৃত হতো।

পুলিশ জানায়, বিস্ফোরণে ওই ফ্যাক্টরির মালিকও আহত হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, আমার চোখের সামনে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে এরপর তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে ৬ জনের মৃত্যু হয়।

ইতিমধ্যে ওই ফ্যাক্টরির মালিকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

Bootstrap Image Preview