Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাপের পিঠে ব্যাঙ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:৪৩ AM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:৪৩ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সাধারণত ব্যাঙ দেখলেই আক্রমণ করে বসে সাপ। তবে অস্ট্রেলিয়ার একটি অজগর শত্রুতা ভুলে পারস্পরিক সহযোগিতার অনন্য নজির গড়েছে। সম্প্রতি দেশটির এক কৃষকের তোলা ছবিতে তার প্রমাণ মেলে। তাতে দেখা যায়, সাড়ে তিন মিটার লম্বা ওই অজগর বেশ কয়েকটি ব্যাঙকে পিঠে বসিয়ে ডাঙায় নিয়ে যাচ্ছে।

ভারতীয় এক সংবাদমাধ্যমে বলা হয়েছে, ছবিটি পশ্চিম অস্ট্রেলিয়ার কুনুনুরা শহরে তোলা। এটি ওই কৃষকের কাছ থেকে সংগ্রহ করে এক ব্যক্তি তার টুইটারে পোস্ট করেন। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। সঙ্গে ঝড়ের প্রকোপ। এ রকম পরিস্থিতিতে ব্যাঙরা বিপদে পড়ে।

তারা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে পছন্দ করে। কিন্তু সব জায়গায় পানি। তাই প্রায় দশটি ব্যাঙ অজগরটির পিঠে বসে উঁচু জায়গায় গিয়ে বাঁচার চেষ্টা করে। আশ্চর্যের বিষয়, ব্যাঙগুলোকে মোটেও মারতে উদ্যত হয়নি সাপটি; বরং তাদের বয়ে নিয়ে গেছে ডাঙায়।

Bootstrap Image Preview