Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইমরানের সঙ্গে বৈঠক চান ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:০৯ AM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:০৯ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল কংগ্রেসের বৈঠকে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। খবর সিএনএন

মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলা বিষয়ে চলমান বিতর্ক নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প প্রশ্ন তোলেন, ‘আমরা অন্য দেশকে অকারণে টাকা দিচ্ছি। অথচ নিজেদের দেশকেই টাকা দিতে পারছি না।’ 

ট্রাম্প স্মরণ করিয়ে দেন, ‘আমরা পাকিস্তানকেও টাকা দিতাম। ১৩০ কোটি ডলার। আমি তা বন্ধ করে দিয়েছি। কারণ ওরা আমাদের জন্য কিছুই করেনি।’

গত মাসে ইমরান খানকে চিঠি লিখেছিলেন ট্রাম্প। আফগান যুদ্ধের অবসান ঘটাতে বোঝাপড়ার ভিত্তিতে সমঝোতায় পৌঁছতে পাকিস্তানের সাহায্য চেয়েছিলেন তিনি। কিন্তু অভিযোগ তুলেছিলেন যে, জঙ্গিদের নিরাপদ আশ্রয় হচ্ছে পাকিস্তান।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চাই। কিন্তু তারা শত্রুকে আশ্রয় দিচ্ছে। শত্রুদের দেখভাল করছে। আমরা এটা হতে দিতে পারি না।

Bootstrap Image Preview