Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাইন ইলেভেন হামলার গোপন নথি ফাঁসের হুমকি হ্যাকারদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ০৯:৩৬ AM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ০৯:৩৬ AM

bdmorning Image Preview


নাইন ইলেভেনে মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারসহ কয়েকটি জায়গায় সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত ‘খুবই স্পর্শকাতর’ তথ্য হাতিয়ে নিয়েছেন একদল হ্যাকার। বিপুল অংকের অর্থ না দিলে সে তথ্য ফাঁস করে দেওয়ারও হুমকি দিয়েছে তারা।

‘দ্য ডার্ক ওভারলর্ড’ নামের হ্যাকার গোষ্ঠীটি এখন সেসব ফাইল প্রকাশের হুমকি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছে।

তবে ঠিক কোন কোন তথ্য তাদের হাতে রয়েছে, এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি তারা। তবে হ্যাকিংয়ের দাবি বিশ্বাসযোগ্য করতে নির্দিষ্ট নথির একটি লিঙ্কও প্রকাশ করেছে তারা।

এফবিআই ও সিআইএসহ ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ), ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান থেকে এসব নথি হাতিয়ে নেয়ার দাবি করেছে গোষ্ঠীটি।

গত সোমবার এক টুইটার বার্তায় মার্কিন সরকারের কাছে মুক্তিপণ দাবি করে গোষ্ঠীটি বলেছে, নির্ধারিত মুক্তিপণ না পেলে সব নথি ফাঁস করে দেওয়া হবে।

Bootstrap Image Preview