Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘যেমন মন্ত্রীসভা চাই'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ১০:২২ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ১০:২২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার প্রধান করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক প্রতিষ্ঠান মন্ত্রিসভা গঠন হয়। প্রধানমন্ত্রী, ৩৩ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠিত করা হয়। অন্যদিকে প্রধানমন্ত্রীর ৫ জন উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদায় ভোগ করেন।

৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে জোটগতভাবে ২৮৮ আসন নিয়ে নিরুঙ্কুশ বিজয় লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে নির্বাচনটি নিয়ে অভিযোগ রয়েছে ঐক্যফ্রন্টসহ নানা মহলে।

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনাকে বরাবরের মতোই সংসদ নেতা নির্বাচিত করা হয়।

এ ছাড়া আস্থাভাজন হিসেবে তাকেই সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছে রাষ্ট্রপ্রধান। আগামী সোমবার বিকেল তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।

এবারের নির্বাচনে একটি উল্লেখযোগ্য অংশ ভোটার ছিল তরুণরা। রাজনৈতিক দলগুলোর ইশতেহারেও তরুণদের কথা মাথায় রেখে নেয়া হয়েছিল বৃহৎ পরিকল্পনা। তরুণদের ভাবনাও জানিয়েছিল রাজনৈতিক দলগুলোকে। তবে এবার কেমন মন্ত্রিসভা চাচ্ছে তরুণরা। বিষয়টি নিয়ে বিডিমর্নিংয়ের এই প্রতিবেদকের সাথে কথা হয় তরুণদের।

কামরুল হাসান নামে এক শিক্ষার্থী বলেন, এই নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিজয় হয়েছে। আমি এমন একটি মন্ত্রিসভা দেখতে চাই, যা দেশের গত ১০ বছরের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবে। এবং বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে বদ্ধপরিকর হবে'।

এবারের শিক্ষা মন্ত্রণালয়ে উপযুক্ত মন্ত্রী দেয়া হোক, যিনি তথ্যপ্রযুক্তি, সৃজনশীলসহ সব বিষয়গুলোতে উন্নত দেশগুলো সাথে তাল মিলিয়ে যুগ-উপযোগী সিলেবাস প্রণয়ন করতে পারবেন এমন শিক্ষামন্ত্রী এবারের মন্ত্রিসভায় দেখতে চান কনক চাঁপা নামে এক শিক্ষার্থী।

তরুণবান্ধব মন্ত্রিসভা চেয়ে ছাত্রনেতা জাহিদ পালোয়ান বলেন, 'এবারের মন্ত্রিসভায় যারা তথ্য প্রযুক্তি নির্ভর উন্নয়ন, ও তরুণদের হাতে চ্যালেঞ্জ তুলে দিবে তাদেরকে আমি চাই। আমি চাই দেশের প্রথম সারিতে তরুণদের অংশগ্রহণ হোক উল্লেখযোগ্য'।

রাজধানীর পল্টনে  মোহাম্মদ তরিকুল ইসলাম নামে এক চাকুরিজীবী তরুণ বলেন, 'আমি এমন একটি মন্ত্রিসভা দেখতে চাই যে মন্ত্রিসভা দেশের যৌক্তিক উন্নয়ন সাধন করতে পারবে। শুধু উন্নয়নই নয় গণতন্ত্রেও তারা অবদান রাখবে এমন একটি শক্তিশালী মন্ত্রিসভায় আমি দেখতে চাই।

একটি কাযকারী মন্ত্রীসভা দেখতে চান জানিয়ে রাসেল সরকার বলেন, এবারের আওয়ামী লীগের মন্ত্রীসভায় যাতে উপযুক্ত লোকজনকে বসানো হয়। যাতে দেশের উন্নয়ন ও ভাবমূর্তি দুটোই উজ্জ্বল হয়।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র মাসুদ রানা বলেন, আমি চাই নতুন মন্ত্রীসভায় তরুণরা প্রাধান্য পাক। এলিট শ্রেনির নেতা বাদ দিয়ে তৃণমূল থেকে উঠে আসা নেতারা এবারের মন্ত্রীসভায় থাকুক। যাতে তারা সাধারণ মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারে।

Bootstrap Image Preview