Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো, শপথ নিয়ে মাহী বি চৌধুরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৫:৫৩ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৫:৫৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


মহাজোট সরকারের সামনে এখন আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণ করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের কক্ষে শপথ নেয়ার পর বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তরুণ এ সংসদ সদস্য এ কথা বলেন।

মাহী বি চৌধুরী বলেন, আমরা (মহাজোট) জনগণের বিশাল সমর্থন পেয়েছি। ফলে মানুষের প্রত্যাশাও বেশি। প্রত্যাশা পূরণ ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই বড় চ্যালেঞ্জ। আমরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব।

বিকল্পধারার এ নেতা মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন।

মুন্সিগঞ্জ-১ আসনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী। তিনি দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ মোয়াজ্জেম হোসেনকে।

ওই আসনে চার লাখ ৪০ হাজার ৫১৬ ভোটারের মধ্যে মাহী বি চৌধুরী পেয়েছেন দুই লাখ ৮৬ হাজার ৬৮১ ভোট। আর জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৮৮৮ ভোট।

মাহী বি চৌধুরী ২০০১ সালের সংসদে উপনির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Bootstrap Image Preview