Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চলন্ত ট্রেন থেকে পড়ে পা হারালেন যুবক

রাজকুমার সেন, কমলগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৫:৩৪ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৫:৩৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


মৌলভীবাজার জেলার কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যানের পাহাড়ের মধ্যে জালালাবাদ ট্রেন থেকে পড়ে গিয়ে সোহেল মিয়া বয়স (২২) এক যুবকের দুটি পা কেটে গেছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকাল বেলা কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া উদ্যানে ঘটনা ঘটে। সোহেল মিয়া মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পশ্চিম কাশনিজগাও গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা জালালাবাদ লোকাল ট্রেনের দরজায় থাকা অবস্থায় পা পিছলে নিচে পড়ে গিয়ে দুটি পা কেটে যায়।

স্থানীয়রা জানায়, লাউয়াছড়া রেল ক্রসিং হতে ৭০০ গজ দূরে এ ঘটনাটি ঘটে। পরে ট্যুরিস্ট পুলিশকে খবর দিলে পুলিশ সদস্যরা লোকটিকে আহত অবস্থায় উদ্ধার করে রেলওয়ে থানা ও কমলগঞ্জ থানার স্বমম্বয়ে চিকিৎসার জন্য মৌলভীবাজার স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মো. আলীম উদ্দিন জানান, সোহেল মিয়া আখাউড়া থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেন যোগে তার বাড়ি যাবার পথে লাউয়াছড়ায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview