Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে আগুনে ৪ লাখ টাকার ক্ষতি

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ১১:৪৪ AM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ১১:৪৪ AM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের ধানসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

বুধবার (২ জানুয়ারি) বিকাল ৫টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হটাৎ করেই আগুন লেগে যায় ওই গ্রামের হিসাব উদ্দীনের বাড়ীতে। খড়কুটো আর ধানের বড় পোলা থাকার কারণে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে আগুন। মুঠোফোনে ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রায় চারঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রাত ৯টা পর্যন্ত খড়কুটোর আগুন নিভাচ্ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ক্ষতিগ্রস্ত পরিবারদুটো জানায়, দুইটি ঘর, তিনটি রান্না ঘর, ধান ও খড়ের পোলাসহ আগুনে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকালু (ডংগা) বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা প্রদান করা হবে।

উপজেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা সামিয়েল মার্ডি জানান, খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার এবং কম্বল প্রদান করা হয়েছে। 

Bootstrap Image Preview