Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিখোঁজের ৩ মাস পর যেভাবে উদ্ধার হল পারভেজের কঙ্কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১০:৫৩ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১০:৫৩ PM

bdmorning Image Preview


নরসিংদীতে নিখোঁজের তিন মাস পর আখক্ষেত থেকে পারভেজ (২৫) নামের এক যুবকের বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে জেলার শিবপুরের দড়িচরের থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়।

নিহত পারভেজ পলাশ উপজেলার গুচ্ছগ্রাম এলাকার তাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ভোরে এ ঘটনায় গ্রেফতারকৃত দুই ডাকাতের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৭ অক্টোবর থেকে বাড়ি থেকে পারভেজ নিখোঁজ হয়। কোথাও সন্ধান না পেয়ে নিখোঁজ পারভেজের বাবা তাজুল ইসলাম প্রথমে পলাশ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তিনি বাদী হয়ে শিবপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই মামলায় ইতিপূর্বে বাবুসহ ৩ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্য অনুযায়ী বুধবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া থেকে ডাকাত জালাল ও নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর থেকে ডাকাত বদুকে গ্রেফতার করে পুলিশ।

পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ বুধবার সকালে জেলার পলাশ উপজেলার দড়িচরের একটি আখক্ষেত থেকে নিখোঁজ পারভেজের বস্তাবন্দি মাথার খুলি ও হাড় উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনির হোসেন বলেন, ডাকাতিতে লুটকৃত টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে নিজ দলের সদস্যরা পারভেজকে হত্যা করে। নিখোঁজ পারভেজের কঙ্কাল উদ্ধার ও ঘাতকদের গ্রেফতারের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটিত হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হবে।

Bootstrap Image Preview