Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে মায়া হরিণের মৃত্যু

রাজকুমার সেন, কমলগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১০:২২ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১০:২২ PM

bdmorning Image Preview


মৌলভীবাজার জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর চলন্ত ট্রেনের আঘাতে আহত হয় একটি মায়া হরিণ মারা যায়।

আজ বুধবার রাতে মায়া হরিণটি মাটি চাপা দেয়া হবে বলে জানান বন্যপ্রাণী ব্যবস্হাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মোঃ মোনায়েম।

এর আগে সকাল ১০টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন বিভাগের অফিসের অদূরে লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি সংলগ্ন রেলপথের ধারে মাথা মটকানো অবস্থায় মৃত মায়া হরিণটিকে দেখতে পাওয়া যায়।

বন বিভাগ ও লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে রেলপথের ধারে মাথা মটকানো অবস্থায় মৃত এই মায়া হরিণটিকে লোকজন দেখে বন বিভাগে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মৃত হরিনটিকে উদ্ধার করে লাউয়াছড়া বনবিট অফিসে নিয়ে আসা হয়।

উদ্ধারকৃত মৃত মায়া হরিণটির ঘাড় মটকানো ছিল। তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে তার মাথায় আঘাত জনিত কারণে মৃত্যু হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন ভ্যাটেনারী সার্জন দ্বারা মৃত হরিণের ময়না তদন্ত শেষে রাতে মাটি চাপা দেওয়া হবে।

Bootstrap Image Preview