Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দাবদাহে পুড়ছে অস্ট্রেলিয়া,তৃষ্ণার্ত কোয়ালাও পানি চাইছে মানুষের কাছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১০:০৮ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১০:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তীব্র দাবদাহে পুড়ছে অস্ট্রেলিয়া। প্রচণ্ড গরমে কষ্টের সীমা অতিক্রম করে গিয়েছে মানুষ ও প্রাণীদের। দেশটির ভিক্টোরিয়া রাজ্যে একটি তৃষ্ণার্ত কোয়ালাকে এক নারী নিজের বোতল দিয়ে পানি পান করিয়ে দেওয়ার ঘটনা বিশ্ব জলবায়ু পরিবর্তন ও তার সার্বিক প্রভাব নিয়ে আরও একবার চিন্তায় ফেলেছে আবহাওয়াবিদদের।

গত সপ্তাহেই বিশাল এই মহাদেশে তীব্র তাপপ্রবাহ চলেছে। দক্ষিণ অস্ট্রেলিয়াতে এ বছরের বার্ষিক তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস (৬০ ডিগ্রি ফারেনহাইট) বেশি।

আবহাওয়া দপ্তরের মতে, বেশ কয়েকটি শহর ডিসেম্বর মাসেই নতুন রেকর্ড গড়েছে। ঝোপে আগুন লাগার ঘটনা বাড়ার ফলে উচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা লোরি দক্ষিণ ভিক্টোরিয়ায় মুরে নদীর কাছে একটি ক্যাম্পিং গ্রাউন্ডে ছিলেন, তখনই তিনি ওই কোয়ালাকে দেখেন।

লোরি মঙ্গলবার এএফপিকে বলেন, শুক্রবার ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। খুব, খুব গরম দিন! আমি সেখানে থামলাম এজন্য যে, ওই প্রাণী এমনভাবে তাকিয়েছিল, যেন জিজ্ঞেস করছিল একটু পানি পেতে পারি কিনা!

লোরি ফেসবুকে ছোট্ট এই লোমশ মার্সুপিয়ালকে পানি খাওয়ানোর ঘটনার ভিডিও ফুটেজ পোস্ট করেছেন। গাছের উপরে উঠে যাওয়ার ঠিক আগে লোরির বোতল থেকে প্রাণভরে পানি পান করে কোয়ালাটি।

ফুটেজটি কোয়ালার অন্য একটি ভিডিওর কথাও স্মরণ করিয়ে দিচ্ছে। পরে ওই কোয়ালার নাম দেওয়া হয় স্যাম। ২০০৯ সালে ভিক্টোরিয়াতে মারাত্মক আগুন লাগার সময় অগ্নিনির্বাপক কর্মীর বোতল থেকে পান খেয়েছিল ওই কোয়ালা।

Bootstrap Image Preview