Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরাজিত হয়ে রাজনীতি ছাড়লেন বিএনপির সোলায়মান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০৬:৪৯ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০৬:৪৯ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ সোলায়মান আলম ফকির।

গত রবিবার নির্বাচনে পরাজয়ের পর মঙ্গলবার তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত পারিবারিক অসুবিধাকে অবসরের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

শাহ সোলায়মান আলম ফকির একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৫ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৪ হাজার ১৪৭ ভোট পান। এ আসনে দুই লাখ ৪৪ হাজার ৭৫৮ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের এইচ এন আশিকুর রহমান।

শাহ সোলায়মান আলম ২০১৩ সালের মাঝামাঝিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন।

Bootstrap Image Preview