Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনে ১৫টি মিথ্যা বলেন ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০২:৩২ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০২:৩২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ২০১৮ সালে দিনে গড়ে ১৫টি মিথ্যা কথা বলেছেন।

রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের গত বছরের সব বিবৃতি-বার্তা বিশ্লেষণ করে সোমবার এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের শুরুটা মিথ্যা তথ্য দিয়ে শুরু করেছিলেন ট্রাম্প। আর এসব মিথ্যা কথার বেশিরভাগই বলেছেন ইরান, নিউইয়র্ক টাইমস পত্রিকা এবং সাবেক ফার্স্টলেডি ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন সম্পর্কে। পুরোটা বছর জুড়ে ট্রাম্প মোট ১ হাজার ৯৮৯টি ভুল বিবৃতি ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।

ট্রাম্প দায়িত্ব নেওয়ার তিন বছরের মধ্যে ৭৬০০টি মিথ্যা বলেছেন বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। যার মানে হলো, দিনে গড়ে ১৫টি মিথ্যে কথা বলেছেন ক্ষমতাধর এই প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে ট্রাম্পের কথিত মিথ্যার হিসাব রেখেছে ওয়াশিংটন পোস্ট। দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০০ দিনে তার মিথ্যা বলার হার ছিল দৈনিক ৪ দশমিক ৯।

Bootstrap Image Preview